গোটা বিশ্ব থেকেই বিচ্ছিন্ন কাশ্মীর


কাশ্মীর এখন মৃত্যুপুরী। সড়কে ব্যারিকেড ও তল্লাসি চৌকি। সড়কে সাধারণ এর চলাচল সীমিত বরং সেনা ও সামরিক বাহিনির সদস্য তার চেয়ে কয়েক গুন বেশি।
শুধু ভারত নয়, সারা বিশ্ব থেকেই বিচ্ছিন্ন কাশ্মীর। সড়কে ১০০ গজ পর পর তল্লাসি ও ব্যারিকেড চৌকি। টানা কারফিউ ও আড়াই লাখ সেনার উপস্থিতি তে থমমথে অবস্থা বিরাজ করছে সেখানে। বাড়িতে খাবার নেই, রেসনও প্রায় শেষ। দোকানপাট বন্ধ থাকায় নিত্য প্রয়োজনীয় পন্য কিনতে পারছে না নাগরিকেরা। এখনও তারা পাচ্ছেন না ফোন বা ইন্টারনেট সেবা।

কাশ্মীর এর বেশিরভাগ রাজনীতিক আটক, কেউ বা গৃহবন্দি। সাবেক মুখ্যমন্ত্রী এর বাড়ির সামনে যেতে দেওয়া হচ্ছে না কাউকে। কোরবানিরর ঈদ সামনে রেখে শৃনগড়ে এসেছিলেন পশু বিক্রেতারা। তবে ক্রেতা না পেয়ে নগরীর বিভিন্ন মোড়ে দাড়িয়ে থাকতে দেখা গেছে হতাশ ব্যবসায়ীদের । কাশ্মীর এর ৮০ ভাগ মানুষ সরকারের সিন্ধান্ত মেনে নিয়েছে বলে দাবী মুখ্যমন্ত্রী অমিত সাহ এর। 
 

No comments

Powered by Blogger.