কে হচ্ছেন প্রধান কোচ?




রাসেল ডামিঙ্গোর সাক্ষাতকার শেষে বিসিবি জানিয়েছিলো হেড কোচ এর শর্ট লিস্টে আরও দুজন আছে কিন্তু ক্রিকেট ওয়েবসাইট ESPN CRICK INFO জানিয়েছেন রাসেল বাদেও বিসিবির শর্ট লিস্টে আরও চারজন রয়েছে।

দৌড়ে এগিয়ে আছেন নিউজিল্যান্ড এর সাবেক কোচ মাইক হেসেন। কাল সাক্ষাতকার দিতে ঢাকায় আসার কথা রয়েছে মাইক এর। বিসিবির সভাপতি ও বোর্ডের কয়েকজন পরিচালকের মাইক কে নিয়ে আগ্রহ রয়েছে। তার সময় নিউজিল্যান্ড এর পারফরমেন্স ছিলো নজর কাড়া। আইপিএল এ ও কাজ করার অভিজ্ঞতা আছে মাইকের।

চারজনের তালিকায় আছে হাতুরে সিংহা এর ও নাম। মঙ্গলবার হাতুরের সাথে চুক্তি বাতিল করে শৃলঙ্কা ক্রিকেট বোর্ড। বিসিবির পছন্দের বাকি দুজন ফারব্রেস্ট ও গ্রান্ট ফ্লাওয়ার।

সূর্ত: ইন্ডিপেন্ডেন্ট নিউজ

No comments

Powered by Blogger.